রাসুলে আরাবি(সাঃ) এর অভাব অনটন
মুফতী মোহাম্মদ এনামুল হাসান ইসলামের নবী বিশ্বনবী, যাকে সৃষ্টি না করিলে আল্লাহতায়ালা কিছুই সৃষ্টি করিতেন না, এই আসমান, জমিন, লোহ কলম, আরশ, জান্নাত জাহান্নাম জ্বীন ইনসান, ফেরেশতা তথা কুল মাখলুকাত যার জন্য আল্লাহতায়ালা সৃষ্টি করেছেন সেই মহামানব সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ (সাঃ) দুঃখ কষ্ট অভাব অনটনে সারাটা জীবন অতিবাহিত করে গেছেন শুধু উম্মতের দরদ আর চিন্তা ফিকির করে। তিনি চাইলে ফেরেশতারা তার জন্য পাহাড়কে স্বর্ন বানিয়ে দিতে প্রস্তুত ছিলেন সেই নবীর অভাব অনটন কি পরিমাণে ছিলো তা জানা আমাদের জন্য অতীব জরুরী বিষয়। আসুন, আমরা আমাদের নবী মোহাম্মদ (সাঃ) এর জীবনের অভাব অনটনের কিছু ঘটনা জেনে নেয়। * মহানবী হজরত মোহাম্মদ( সাঃ) এর খাদেম হজরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবীজী (সাঃ)এর অফাত (ইন্তেকাল) এমন অবস্থায় হয়েছে যে, তিনি কখনো পেট ভরে যবের রুটি খেয়ে দেখেননি। * রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন সঙ্গিনী প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা (রাঃ) বলেন, আল্লাহ...