ওয়াজমাহফিল ও মসজিদে যাতায়াতের ক্ষেত্রে সীমিত করার পরামর্শ দুরভিসন্ধিমূলক
.................................. মুফতী মোহাম্মদ এনামুল হাসান বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের মৃত্যু ও হাস্পাতালে অসংখ্য রোগীর মানবেতর জীবনযাপনে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন যাত্রা। যার প্রাদুর্ভাব বাংলাদেশে ও দেখা দিয়েছে। করোনাভাইরাস সহ বিভিন্ন মহামারী আল্লাহতায়ালার পক্ষ থেকে গজব হিসেবে দেওয়া হয় তখন, যখন মানবজাতি তার প্রভূর নাফরমানী করতে করতে সীমালঙ্ঘন করে ফেলে। অতীতে এমন বহুজাতিকে আল্লাহতায়ালা ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের পাপাচার আর নাফরমানীর কারণে। আল্লাহতায়ালা পবিত্র কুরআন শরীফে এরশাদ করেন যে,স্থলে ও জ্বলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান,যাতে তারা ফিরে আসে,(সূরা রুম,আয়াত ৪১)। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় যে আযাব গজব দেওয়া হয় তা যদিও বান্দাহর কৃতকর্মের শাস্তি হিসেবে তারপরও এই আযাব গজব দেওয়া হয় যেন বান্দাহ তার পাপাচার থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে তাওবা ও কান্নাকাটি করে পূনরায় আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এর উল্টো। করোনাভাইরাসের অজুহাতে কিছু জ্ঞানপাপী পরাম...