সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে শুধুমাত্র ইসলামধর্মের বিরুদ্ধেই বারবার কটাক্ষ করা হয়
মুফতী মোহাম্মদ এনামুল হাসান আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম।শান্তির ধর্ম, সৌহার্দ পূর্ন ধর্মের নাম হল ইসলাম। ইসলাম ধর্ম পালনে যেমন রয়েছে সুনিয়ন্ত্রিত বিধিবিধান তেমনি অন্যান্য ধর্ম পালনকারী দের নিজ নিজ ধর্ম পালনে ইসলাম দিয়েছে পূর্ন স্বাধীনতা। ইসলাম কখনো ভিন্নধর্মাবলম্বীদের জোরজবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করার অনুমতি প্রদান করেনা। বরং বলা হয়েছে তোমরা আল্লাহর পথে নম্র ও ভদ্র ভাষায় হেকমতের সহিত মানুষদের আহবান কর। বিশ্ব নবী মোহাম্মদ (সাঃ) মানুষদেরকে সচ্চরিত্র ও আদর্শের মাধ্যমে ইসলামের প্রতি আহবান করেছেন। রাসুল (সাঃ) বলেছেন আমাকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। ইসলাম ধর্ম তার সূচনাকাল থেকেই আদর্শের মাধ্যমে মানুষ কে দ্বীনের পথে আহবান করে আসছে, কিয়ামত পর্যন্ত ইসলাম সে মূলনীতির উপর ই কাজ করে যাবে। দুনিয়ার বুকে ইসলাম আগমন করার পর থেকেই বিরুধিতা, প্রোপাগান্ডা, নির্যাতন,নিপীড়নের শিকার।সে ধারাবাহিকতা আজও বলবত রয়েছে। সিমাহীন বাধার পর ও ইসলাম আজ বিশ্বব্যাপী একটি কল্যাণকর ধর্ম হিসেবে অনূকরনীয় হয়ে আপন মহিমায় সু প্রতিষ্ঠিত। ইসলাম শুধুমাত্র আচার অনুষ্ঠান কিংবা মানবসৃষ্...