আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী






আল্লামা মুনিরুজ্জামান সিরাজী রহ. মুফতী আমিনীর প্রতিচ্ছবি ছিলেন-মাওলানা আবুল হাসানাত আমিনী

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি, জামিয়া সিরাজীয়া দারুল উলূম ভাদুঘরের মহা-পরিচালক ও শাইখুল হাদীস আল্লামা মুনিরুজ্জামান (বড় হজুর) রহ.-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর। আজ শুক্রবার বিকাল ৩টায় চকবাজারস্থ বড়কাটারা মাদরাসা মিলনায়তনে মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

দোয়া পূর্ব আলোচনায় তিনি বলেন, আল্লামা মুনিরুজ্জামান সিরাজী রহ. মুফতী আমিনী রহ.-এর প্রতিচ্ছবি ছিলেন। তিনি বাতিলের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। বিএনপি, আ’লীগ, জাতীয় পার্টি যে দলই ক্ষমতায় থাকুক ইসলাম বিরোধী কার্যকলাপ করলে ছাড় দিতেন না তিল পরিমাণ। বজ্রকণ্ঠে হুংকার দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। তিনি বলেন, আল্লামা সিরাজী রহ. আমাদের মুরুব্বী ছিলেন। যে কোন সংকটে তিনি সৎ পরামর্শ দিতেন। তার পরামর্শ আমাদের জীবন চলার পথে পাথেয় ছিল। দীন দরদী এই মনিষীর ইন্তেকালে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পুরো দেশ আজ অভিভাবক শূন্যতায় ভুগছে।

অন্যান্য বক্তাগণ বলেন, আল্লামা সিরাজী রহ. প্রচারবিমুখ একজন দ্বীন দরদী আলেমে দ্বীন ছিলেন। ইসলামী ও জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হওয়া সত্বেও কোন ধরনের অহংকার ও বিলাসিতা তাকে স্পর্শ করতে পারেনি। সবর্দা সুন্নতে নববী (স.)-এর উপর অটল ছিলেন, অন্যদেরও এপথে চলার আহবান করতেন। তারা বলেন, ইসলাম, দেশ ও জাতির কল্যাণে তিনি যে অবদান রেখেছেন, তা আগামী প্রজন্ম যুগ যুগ ধরে স্মরণ রাখবে।

সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী আব্দুল কাইয়্যুম, মাওলানা আলতাফ হোসাইন, দাওয়াত ও ইরশাদ বিষয়ক সম্পাদক মুফতী সাইফুল ইসলাম মাদানী, আইন বিষয়ক সম্পাদক মুফতী মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা মনজুর মুজিব, কেন্দ্রীয় নেতা মুফতী আনিসুর রহমান, মুফতী তাসলীম আহমদ, মুফতী মুনসুরুল হক, মাওলানা আনছারুল হক ইমরান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোট নেতা, বিশিষ্ট বক্তা মাওলানা আমজাদ হোসাইন আশরাফী ও মাওলানা মাসুদুর রহমান খান, মরুহুমের নাতি মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তৃতা পর্ব শেষে আল্লামা মুনিরুজ্জামান (বড় হজুর) রহ.-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বড়কাটারা মাদরাসার মুহতামীম মুফতী সাইফুল ইসলাম মাদানী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়