এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়
মুফতী মোহাম্মদ এনামুল হাসান। ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মোহাম্মদ (সাঃ) এর প্রতি ভালবাসা। রাসুলুল্লাহ (সাঃ)এর মুহাব্বতের চেয়ে বড় অন্যকোনো জিনিস নেই। ইশকে রাসুল হলো ঈমানের মূল ভিত্তি। আল্লাহতায়ালা পবিত্র কুরআন শরীফে এরশাদ করে বলেন, " হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাসো তাহলে আমার অনুসরণ কর। আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন। তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহতায়ালা ক্ষমাকারী ও দয়ালু। ( সুরা আলে ইমরান আয়াত ২০)। উক্ত আয়াতে আল্লাহতায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে, বান্দাহ যদি আল্লাহকে ভালবাসার দাবি করে তাহলে পূর্বশর্ত হলো নবী মোহাম্মদ (সাঃ)এর অনুসরণ করতে হবে।অর্থাৎ রাসুলুল্লাহ (সাঃ)এর সুন্নতের অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হলো রাসুলুল্লাহ (সাঃ)কে ভালবাসার মানদণ্ড কিরুপ হবে? সেই ভালবাসার পদ্ধতিই বা কি? রাসুল (সাঃ)এর প্রতি সবচেয়ে বেশি ভালবাসা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। রাসুলের প্রতি সাহাবিদের যে ভালবাসা ছিল তা ই ছিল সত্যিকারের ভালবাসা। সাহাবিদের পদ্ধতির ব্যতিরেকে অন্যকোনো পদ্ধতিতে ভালবাসলে তা সত্যিকারঅর্থের ভালবাসা হবেনা। সাহাবায়েকেরামগণ রাসুলুল্লাহ (সাঃ)এর পদাঙ্ক অনুসর...