আগামী বুধবার বাদ যোহর ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরীর উদ্যোগে ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ(সাঃ)এ-র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম উত্তর গেইটে।
এতে নেতৃত্ব দিবেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী। এছাড়াও বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
---------------------------------------------------------------------------------------------------------------- লেখক : মুফতী মোহাম্মদ এনামুল হাসান ----------------------------------------------- ★ পরিচিতি নাম : হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী,পিতা আল্লামা মুফতী ফজলুল হক আমিনী(রহঃ), দাদা মরহুম ওয়েজ উদ্দিন,নানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর(রহঃ)। জন্ম১০/১২/১৯৮০ইং। ★ শিক্ষাগত যোগ্যতা : পবিত্র কোরআনে হাফেজ হয়ে ২০০৮ সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) কমপ্লিট করেন। ★ কর্মজীবন হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী বর্তমানে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার মজলিশে শু'রা (পরিচালনা কমিটি)-র অন্যতম সদস্য ও জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটরা মাদ্রাসার মুতাওয়াল্লী ও ভাইস প্রিন্সিপাল এবং পরবর্তীতে সদরে মুহতামীম সহ ব্রাক্ষণবাড়ীয়া কাজীপাড়ায় পিতা মুফতী ফজলুল হক আমিনী (রহঃ) প্রতিষ্ঠিত জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ★ রাজনৈতিক জীবন রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছ...
আল্লামা মুনিরুজ্জামান সিরাজী রহ. মুফতী আমিনীর প্রতিচ্ছবি ছিলেন-মাওলানা আবুল হাসানাত আমিনী হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি, জামিয়া সিরাজীয়া দারুল উলূম ভাদুঘরের মহা-পরিচালক ও শাইখুল হাদীস আল্লামা মুনিরুজ্জামান (বড় হজুর) রহ.-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর। আজ শুক্রবার বিকাল ৩টায় চকবাজারস্থ বড়কাটারা মাদরাসা মিলনায়তনে মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। দোয়া পূর্ব আলোচনায় তিনি বলেন, আল্লামা মুনিরুজ্জামান সিরাজী রহ. মুফতী আমিনী রহ.-এর প্রতিচ্ছবি ছিলেন। তিনি বাতিলের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। বিএনপি, আ’লীগ, জাতীয় পার্টি যে দলই ক্ষমতায় থাকুক ইসলাম বিরোধী কার্যকলাপ করলে ছাড় দিতেন না তিল পরিমাণ। বজ্রকণ্ঠে হুংকার দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। তিনি বলেন, আল্লামা সিরাজী রহ. আমাদের মুরুব্বী ছিলেন। যে কোন সংকটে তিনি সৎ পরামর্শ দিতেন। তার পরামর্শ আমাদের জীবন চলার পথে পাথেয় ছিল। দীন দরদী এই মনিষীর ইন্তেকালে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পুরো দেশ...
মুফতী মোহাম্মদ এনামুল হাসান। ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মোহাম্মদ (সাঃ) এর প্রতি ভালবাসা। রাসুলুল্লাহ (সাঃ)এর মুহাব্বতের চেয়ে বড় অন্যকোনো জিনিস নেই। ইশকে রাসুল হলো ঈমানের মূল ভিত্তি। আল্লাহতায়ালা পবিত্র কুরআন শরীফে এরশাদ করে বলেন, " হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাসো তাহলে আমার অনুসরণ কর। আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন। তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহতায়ালা ক্ষমাকারী ও দয়ালু। ( সুরা আলে ইমরান আয়াত ২০)। উক্ত আয়াতে আল্লাহতায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে, বান্দাহ যদি আল্লাহকে ভালবাসার দাবি করে তাহলে পূর্বশর্ত হলো নবী মোহাম্মদ (সাঃ)এর অনুসরণ করতে হবে।অর্থাৎ রাসুলুল্লাহ (সাঃ)এর সুন্নতের অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হলো রাসুলুল্লাহ (সাঃ)কে ভালবাসার মানদণ্ড কিরুপ হবে? সেই ভালবাসার পদ্ধতিই বা কি? রাসুল (সাঃ)এর প্রতি সবচেয়ে বেশি ভালবাসা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। রাসুলের প্রতি সাহাবিদের যে ভালবাসা ছিল তা ই ছিল সত্যিকারের ভালবাসা। সাহাবিদের পদ্ধতির ব্যতিরেকে অন্যকোনো পদ্ধতিতে ভালবাসলে তা সত্যিকারঅর্থের ভালবাসা হবেনা। সাহাবায়েকেরামগণ রাসুলুল্লাহ (সাঃ)এর পদাঙ্ক অনুসর...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন