মাহে রমজানের প্রস্তুতিতে শা'বান মাসের ভূমিকা
।। মুফতী মোহাম্মদ এনামুল হাসান।। ------------------------------ ------------------------------ রহমত,মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আসছে পবিত্র মাহে রমজানুল মোবারক।রমজান মাসের আমল ও এবাদতের গুরুত্ব অপরিসীম। তবে যে মাসের সমাপ্তীতে এই মহিমান্বিত মাসের আগমন সেই শা'বান মাসের ও রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত। শা'বান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করে রাসুল (সাঃ) বিশেষ দোয়া করতেন এবং সাহাবীদেরকে ও শিক্ষা দিতেন। রাসুল(সাঃ) এই বলে দোয়া করতেন যে হে আল্লাহ রজব ও শা'বান মাসে আমাদের বিশেষ বরকত দান কর এবং রমজান পর্যন্ত আমাদের পৌছে দাও। রমজান মাসের প্রস্তুতীর লক্ষ্যে শা'বান মাসকে বিশেষ গুরত্ব দিতেন। হজরত আয়েশা (রাঃ) বর্ননা করেন যে, রাসুল(সাঃ) শা'বান মাসের চাঁদের কথা এতো গুরুত্বের সাথে স্বরণ করতেন যা অন্য মাসের বেলায় হতোনা।মাহে রমজানের মর্যাদা রক্ষায় এবং এর হক্ব আদায়ের অনুশীলনের জন্য রাসুল (সাঃ) শা'বান মাসে অধিক হারে রোজা রাখতেন। শা'বান মাসের বৈশিষ্টের অন্যতম হল এ মাসের পঞ্চদশতম রাত যা শবে বরাত হিসেবে পরিচিত। এ রাতের ও রয়েছে বিশেষ তাৎপর্য । শা'বান মাস হল ম...