মাওলানা হাসানাত আমিনীর প্রতিবাদ


মাওলানা জসিম উদ্দীনের উপর হামলাকে কেন্দ্র করে ফেসবুকে বেআইনি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
-----------------------------------------------------------------
(মাওলানা) আবুল হাসানাত আমিনী

প্রিয় দেশবাসী,
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা আপনাদের জানাতেই হচ্ছে।

গত ৯ ফেব্রুয়ারী আমার শ্রদ্ধেয় ভগ্নিপতি লালবাগ মাদ্রাসার শুরা সদস্য ও মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হন। হামলার পর পরই আমাদের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীর বিচারের দাবিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। ১৩ ফেব্রুয়ারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হামলাকারী সন্ত্রাসী গ্রেফতার হয় এবং সে পুলিশের কাছে জবানবন্দিতে তার সাথে সম্পৃক্ত শাহিন হুজুর নামে এক ব্যক্তির নাম প্রকাশ করে।

প্রিয় দেশবাসী,
গতকাল আমার ভাগিনা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে সে হামলার সন্দেহভাজন ব্যক্তি শাহিন হুজুর গ্রেফতার না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের দুই ভাইয়ের উপর এই হামলার দায়ভার চাপানোর অপচেষ্টা করেছে। এতে আমি, আমাদের পরিবার, আমাদের দীনি প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও সংগঠনের অগণিত নেতাকর্মী চরমভাবে ক্ষুদ্ধ ও মর্মাহত।

সে অভিযোগ করেছে, শাহিন হুজুরের সাথে আমার সম্পর্ক আছে। আমার কারণেই নাকি তাকে গ্রেফতার করা হচ্ছে না। আমি মনে করি, এটা তার সম্পূর্ণ অনুমান নির্ভর ও বিভ্রান্তিকর তথ্য।

এটা ঠিক যে, শাহিন হুজুর লালবাগের (সাবেক) ছাত্র ও বড় কাটারা মাদ্রাসার (সাবেক) শিক্ষক হওয়ায় তার সাথে আমার গতানুগতিক স্বাভাবিক সম্পর্ক ছিল।

আমি মনে করি, কোন সন্দেহভাজনের সাথে পরিচয় / সম্পর্কের রেশ টেনে কাল্পনিকভাবে আমাদের দুই ভাইয়ের উপর হামলার দায়ভার চাপানো সম্পূর্ণ বেআইনি, তথ্য সন্ত্রাস ও প্রতিহিংসামূলক প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।

আমার ভাগিনা হামলার নেপথ্য কারণ হিসেবে উল্লেখ করেছে , আমরা দুই ভাই নাকি লালবাগ মাদ্রাসা দখলের টার্গেট করেছিলাম। হেফাজতের পাল্টা কমিটি করার আগে লালবাগ মাদরাসা দখল আমাদের সিরিয়াস মিশন ছিল। এই মিশন ব্যর্থ হওয়ায় আমরা আমাদের ভগ্নিপতিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছি। প্রবাসে বসে এমন বিভ্রান্তিকর আজগুবি তথ্য সে কোথায় পেল? তা সে-ই ভাল বলতে পারবে।

প্রিয় দেশবাসী,
আমার পিতা আল্লামা মুফতী আমিনী রহ.-এর ইন্তেকালের পর লালবাগ মাদ্রাসা সম্পূর্ণ শূরায়ী নেযামে পরিচালিত হয়ে আসছে। আমি অধম ও আমার বড় ভাই উক্ত কমিটির বর্তমান সদস্য। আল্লাহ তায়ালার ফজলে যেখানে আমরা মাদ্রাসা পরিচালনার সাথে সম্পৃক্ত, সেখানে আমাদের বিরুদ্ধে মাদ্রাসা দখলের প্রশ্ন অবান্তর।

আমি স্পষ্ট বলছি, আমি আমার রাজনৈতিক সংগঠন নিয়ে আছি। হেফাজতের পক্ষ-বিপক্ষ নিয়ে এ পর্যন্ত কোন ধরনের মন্তব্য করি নি। সুতরাং হেফাজতের পাল্টা কমিটি করার জন্য লালবাগ মাদরাসা দখলের গুজব আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

আমি মনে করি, ষড়যন্ত্রকারী কোন পক্ষ আমাদের দুই ভাইকে কূটকৌশলে লালবাগ মাদরাসা থেকে সরিয়ে দিয়ে অনৈতিক স্বার্থ হাসিল করতেই এই প্রপাগান্ডা চালাচ্ছে। আল্লাহ তায়ালা তাদের হেদায়েত দান করুন।

প্রিয় দেশবাসী,
সুস্পষ্টভাবে বলছি যে, আমার ভগ্নিপতি মাওলানা জসিম উদ্দিনের উপর হামলার সাথে আমাদের দুই ভাইয়ের নুন্যতম সম্পৃক্ততা নেই। এই হামলার বিষয়ে চলমান আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যেই আমাদেরকে জড়িয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি এবং নৈতিকতার পরিপন্থী।

এ ন্যাক্কারজনক ঘটনায় প্রকৃত অপরাধীর বিচার হোক, এটাই আমাদের সবার দাবি ও কাম্য।

সারা দেশের ইসলামী ঐক্যজোটের নেতাকর্মী, মুফতী আমিনী রহ.-এর ছাত্র-শিষ্য, ভক্ত ও লালবাগের ফারেগীন ভাইদের কোন ধরনের অপপ্রচারের বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়