এক মহিলার নবীপ্রেম




মুফতী মোহাম্মদ এনামুল হাসান 


উহুদ যুদ্ধ শেষে খবর আসলো বিশ্ব নবী মোহাম্মদ (সাঃ)কে হত্যা করা হয়েছে। রাসুল (সাঃ)এর হত্যার খবর শুনে এক মহিলা পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। পথে মুসলিম সৈন্য বাহিনীর সাথে ঐ মহিলার সাক্ষাৎ। মুসলিম সৈন্যদের ঐ মহিলা জিজ্ঞেস করল হে সাহাবীরা! আল্লাহর রাসুল (সাঃ) কেমন আছে? সাহাবীরা বললেন, তুমার ছেলে শহীদ হয়েছে। মহিলা বললো আমার ছেলে শহীদ হয়েছে কিনা তা জানতে চাইনি, তোমরা বলো রাসুলুল্লাহ কেমন আছেন? সাহাবীরা বললেন রাসুল (সাঃ)ভালো আছেন। 
সামনে যাওয়ার পর অন্য সাহাবিদের জিজ্ঞেস করলো রাসুলুল্লাহ কেমন আছেন? উত্তরে বলা হলো তোমার স্বামী শহীদ হয়েছে। মহিলা বললো তোমাদেরকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করিনি,বলো রাসুলুল্লাহ (সাঃ) কেমন আছেন? বলা হলো রাসুল সুস্থ আছেন। 
আরেকটু অগ্রসর হওয়ার পর সাহাবিদের জিজ্ঞেস করলো রাসুলুল্লাহ কেমন আছেন? উত্তরে তারা বললেন, তোমার বাবা শহীদ হয়েছে। মহিলা বললো আমাকে বলো রাসুলুল্লাহ সাঃ কেমন আছেন? সাহাবীরা মহিলাকে বললেন রাসুলুল্লাহ (সাঃ) জীবিত আছেন , সুস্থ আছেন।
একই যুদ্ধে মহিলার পিতা,স্বামী, ছেলে শহীদ হয়েছে কিন্তু মহিলা বিন্দুমাত্র কষ্ট অনুভব করলোনা। মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদ প্রান্তরে চলে গেলেন। সেখানে রাসুল (সাঃ)এর চেহারা মোবারক দেখার পর মহিলা বললো আমার ছেলে, পিতা, স্বামী শহীদ হয়েছে তাতে আমার বিন্দুমাত্র দুঃখ কষ্ট নেই, হুজুর আপনার চেহারা মোবারক দেখতে পেয়েছি, আপনি জীবিত আছেন আমার সবই আছে।

লেখক 
মুফতী মোহাম্মদ এনামুল হাসান 
যুগ্ম সম্পাদক 
ইসলামী ঐক্যজোট 
ব্রাক্ষণবাড়ীয়া জেলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়