মুফতী আমিনী(রঃ) থেকে শুনা কিছু গল্প




 

ওয়াজ নসিহত,  ইসলাহী বয়ান, অথবা রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশলায় মানুষ যেন হুজুরের বয়ান বুঝতে পারে সেজন্য মাঝেমধ্যে উপমা স্বরূপ কিছু শিক্ষনীয় গল্প বলতেন। 
আমার ডায়রিতে কিছু গল্প নোট ছিল, তা থেকে  আজ ৩টি গল্প লিখে নিলাম 

(১) 
একটি কাক একটুকরো গোশত নিয়ে গাছের উপর বসে রইল। ঐসময় একটি শেয়াল কাকের মুখে গোশত দেখে তার লোভ হলো। গোশত হাসিলের লোভে শেয়াল তখন কাকের খুব বেশি প্রশংসা করতে লাগলো। বললো, তুমি খুব সুন্দর, কি বিশাল তোমার দেহ, কালো কুচকুচে তোমার রঙ,তোমার চোখ দুটি ও খুব সুন্দর, এতো গুণ থাকার পর ও তোমাকে বনের রাজা না বানিয়ে অন্যায় করা হয়েছে। 
তোমার দেহের মতো যদি তোমার গলার স্বরটি ও সুন্দর হয় তবে আমি তোমাকে বনের রাজা বানাবো।  একথা শুনে কাক কা কা ডেকে উঠলো। আর সে ফাঁকে ঠোঁট থেকে গোশতের টুকরো পড়ে গেল।সাথে সাথেই  শেয়াল গোশত নিয়ে দৌড় দিল আর বলল তোমার অন্য গুণের মতো যদি তোমার মাথায় বুদ্ধি থাকতো  তাহলে তুমি বনের রাজা হতে পারতে।

(২) 
একবার একগ্রামে খিচুড়ি পাকানো হল। ডেকচিতে ঢাকনা রাখা নিয়ে দুই মাতাব্বরের তর্ক বির্তক শুরু হয়ে গেল। ঢাকনা নিয়ে এক পর্যায়ে টানাটানি করে অনেক দূরে চলে গেল।
এ সুযোগে কুকুর এসে খিচুড়ি খেয়ে ফেললো। পরে দুই মাতাব্বর অনুতপ্ত হল,কিন্তু পরে অনুতপ্ত হলে লাভ কি? 

(৩) 
শাশুড়ী আদর করে জামাইকে আতর উপহার দিল।জামাই আতর ব্যবহার করতে জানতনা, তাই সে পুরুটা ই হাতে পায়ের তলায় মাখতে লাগলো। শাশুড়ী তা দেখে বলল, কতবড় আহমক, আতর ব্যবহার করতে ও জানেনা। কিছুক্ষণ পর বিয়ায় আসলে শাশুড়ী বিচার দিল যে,আপনার ছেলে কি আতর ও ব্যবহার করতে জানেনা? 
বিয়ায় ছেলের বিচার করতে গিয়ে বলল, বিয়াইন! সে একটা গাধা, কারণ আতর তো মানুষে খায়, আর সে পায়ে মেখেছে।


মুফতী মোহাম্মদ এনামুল হাসান    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়