সমালোচনা নিয়ে মুফতী আমিনী( রহঃ) এর জবান থেকে শুনা একটি গল্প


এক বেটা তার স্ত্রী সন্তান নিয়ে সফরে বের হলেন। সাথে রয়েছে একটি ঘোড়া।  সন্তানকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখে লোকেরা বলল সন্তান টা কত বড় বেয়াদব, মা বাবা একে পায়ে হেটে যাচ্ছে আর নিজে ঘোড়ার উপরে বসে যাচ্ছে।

লোকদের কথা শুনে সন্তানকে নামিয়ে
তখন ঐ বেটা তার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে সন্তান সহ পায়ে হেটে যাচ্ছে, কিছুদূর যাবার পর লোকেরা বলল স্ত্রীর আদবকায়দা বলতে নেই,স্বামী সন্তানকে পায়ে হাটিয়ে নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে। একথা শুনে স্ত্রীকে নামিয়ে নিজে ঘোড়ায় বসে চলছে।

কিছুদূর যাবারপর লোকেরা বলল লোকটা কতো নির্দয়, স্ত্রী, সন্তানকে পায়ে হাটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় আরামে বসে যাচ্ছে।
একথা শুনে লোকটা নেমে গেল। তারপর স্ত্রী,সন্তান সহ নিজে পায়ে হেটে যাচ্ছে,  সামনে যাওয়ার পর লোকেরা বলল লোকটি কত বেকুব,  সাথে ঘোড়া থাকার পর ও সবাইকে নিয়ে পায়ে হেটে যাচ্ছে।

এই হচ্ছে আমাদের সমালোচকদের সমালোচনার দৃশ্য।

মুফতী মোহাম্মদ এনামুল হাসান    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়