সুষম বণ্টন প্রক্রিয়া নিশ্চিত করতে ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্ব ইমামদের দেওয়া হোক
ত্রাণসামগ্রী বিতরণে বর্তমানে যে অনিয়ম ও দূর্নীতি হচ্ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে রাষ্ট্রে ও সমাজের এক মহা দূর্যোগ অপেক্ষা করছে।এই দূর্যোগ ঠেকাতে প্রয়োজন সমাজের আমানতদার ও খোদা ভীরু লোকদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রাখা।
করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ইনসাফভিত্তিক সুষম বণ্টন পক্রিয়া নিশ্চিত করতে এর দায়িত্ব প্রত্যেক এলাকার জামে মসজিদের ইমাম ও খতিবদের উপর ন্যস্ত করা উচিত।
কারণ প্রত্যেক এলাকার মানুষদের সাথে ইমাম সাহেবের যে সম্পর্ক তা অন্য কারো ক্ষেত্রে নাই।
ইমাম সাহেবের কাছে এলাকার কোনমানুষ অসহায় তার সঠিক চিত্র রয়েছে। এবং এই দায়িত্ব তাদের কাছে অর্পণ করা হলে অন্তত সুষম বণ্টন প্রক্রিয়া নিশ্চিত করা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন