অসহায় মানুষদের মাঝে হাসানাত আমিনীর খাবার বিতরণ
করোনা ভাইরাস ইস্যুতে লকডাউন চলাকালে আজ রাজধানীতে অসহায় গরীব, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এ সময় তার সাথে ছিলেন বড়কাটারা মাদ্রাসার ইফতা বিভাগের প্রধান মুফতী আনিসুর রহমান, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, ইসলামী যুব খেলাফত নেতা মাওলানা মুশাহিদুর রহমান শাহীন, ছাত্রনেতা মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
মাওলানা হাসানাত আমিনী আজ দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত ঢাকার বুড়িগঙ্গা বেঁড়িবাধ, বাবুবাজার, নয়াবাজার, বংশাল, সাতরওজা, চকবাজার, উর্দ্দু রোড এলাকায় দুপুরের খাবার বিতরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিৎ সাধ্যমতো গরীব, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করে যাচ্ছি, যতদিন এই লকডাউন চলবে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচীও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন