দান সদকাহ রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা

দান-সদকাহ রমজানের একটি
গুরুত্বপূর্ণ শিক্ষা
----------------------------------------------------------------------------------------------
মুফতী মোহাম্মদ এনামুল হাসান


রমজান মাস নেকি আহরণের মাস। সকল নেক কাজের জন্য অধিক সওয়াবের মাস। রমজান মাসে অন্যান্য এবাদতের পাশাপাশি দান-সদকাহ এক গুরুত্বপূর্ণ এবাদত। দান-সদকাহ রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

রাসুল(সা:)অন্যান্য মাসে বড় দানশীল হওয়া সত্বে ও রমজান মাসে তিনি আরো বেশি দান-খয়রাত করতেন।


হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণীত, রাসুল(সা:)এমনিতে ই সর্বাধিক দানকারী ছিলেন,কিন্তু রমজান মাসে রাসুল(সা:)এর হস্ত মোবারক অধিকতর দাতা হয়ে যেতেন। (বুখারি শরিফ)।

অন্য এক হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:)হতে বর্ণীত, রাসুল (সা:) বলেন, দান-সদকাহ দ্বারা সম্পদ কমেনা বরং আল্লাহতায়ালা তা বাড়িয়ে দেন।

যারা আল্লাহর রাস্তায় নিজের অর্থ সম্পদ দান করে তাদের দানের উদাহরণ হলো একটি বীজের মতো। যা থেকে সাতটি শিষ বা ছড়া জন্মায়। প্রত্যেকটি ছড়ায় একশত করে দানা থাকে। আল্লাহতায়ালা যাকে ইচ্ছা আরো বেশি দান করেন,আল্লাহ অতি দানশীল ও সর্বজ্ঞ।(সুরা বাকারাহ-১৬১)।

দান সদকাহ দ্বারা গুনাহ মাফ হয়।দান সদকাহ দ্বারা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়।

লেখক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাহ্মণবাড়িয়া জেলা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়