শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা সুন্নত

-
------------------------------------------------------------------------- ------                      মুফতী মোহাম্মদ এনামুল হাসান  
---------------------------------------------------  ---------------------------------------------------------------------------
বান্দাহর প্রতি আল্লাহর অফুরন্ত নেয়ামত যার কোন শেষ নেই। বান্দাহ যেন অল্প আমলের বিনিময়ে অধিকতর সওয়াবের অধিকারী হতে পারে তার জন্য আল্লাহতায়ালা বিশেষ কিছু সুবর্ণ সুযোগ দান করেন। অসংখ্য সুবর্ণ সুযোগ গুলোর মধ্যে শাওয়াল মাসের ছয়টি রোজা অন্যতম।
শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। এর গুরুত্ব এতো বেশি যে, রাসুল(সা:)নিজে শাওয়াল মাসের ছয়টি রোজা অত্যন্ত গুরুত্বের সাথে রাখতেন এবং সাহাবায়ে কেরাম দের ও রাখতে নির্দেশ প্রদান করতেন।

রমজান মাসের সিয়াম পালনের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার ফযিলত সম্পর্কে রাসুল(সা:)এক হাদিসে উল্লেখ করেছেন যে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন পূর্ণ একবছর রোজা রাখল। (মুসলিম, আব দাউদ, তিরমিজি ,নাসায়ী ও ইবনে মাযাহ)।

সাওবান(রা:)থেকে বর্ণীত, রাসুল(সা:) বলেন, রমজানের রোজা দশমাসের সমতুল্য আর শাওয়াল মাসের ছয় রোজার ফযিলত হল এক বৎসর রোজা রাখার সমতুল্যের সওয়াব।
ছয়টি রোজা শাওয়াল মাসের যেকোনো সময় আদায় করা যায়।একাধারে আদায় করা যায়, আবার বিরতি দিয়ে ও আদায় করা যায়।

আল্লাহতায়ালা আমাদেরকে এই ফযিলত পূর্ণ রোজা রাখার তাওফিক দান করুণ, আমিন।

লেখক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক 
ইসলামী ঐক্যজোট
ব্রাহ্মণবাড়িয়া জেলা      

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়