শুরু হয়েছে ক্ষমা লাভের দশক

--------------------------------------------------------------------------------------

মুফতী মোহাম্মদ এনামুল হাসান 


মাহে রমজানের দ্বিতীয় দশক মাগফিরাত অর্থাৎ ক্ষমা লাভের দশক শুরু হয়েছে আজ থেকে। 
এই দশকে আল্লাহতায়ালা তার অসংখ্য পাপী বান্দাহকে ক্ষমা করে থাকেন।
আল্লাহতায়ালার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার অন্যতম শর্ত হলো আল্লাহতায়ালার কাছে ক্ষমা চাওয়া ই যথার্থ হবেনা যদিনা বান্দাহ তাওবা করে।
রমজান মাসে গোনাহ মাফ করাতে না পারলে বান্দাহ দুনিয়া আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য প্রত্যেক মুমিন বান্দাহকে অবশ্যই আল্লাহর দরবারে তাওবা করে গুনাহ মাফ করিয়ে নিতে হবে।

আল্লাহতায়ালা বলেন,যারা তাওবা করবে এবং নেক আমল করবে আল্লাহ তাদের পাপ গুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন।(সুরা ফোরকান, আয়াত-৭০)।

মানুষ যেহেতু সম্পূর্ণরুপে নিষ্পাপ নয় তাই সকলের জন্য ই তাওবা অতি জরুরি। আর রমজান মাসে তো এর জরুরি আরো বেশি।

রাসুল (সা:)নিষ্পাপ হওয়া সত্বে ও তিনি বলেছেন,আল্লাহর কসম আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করি।এবং প্রতিদিন ৭০বারের ও বেশি তাওবা করি।
আল্লাহতায়ালা বলেন, যারা তাওবা করেনা তারা জালেম।(সুরা হুজরাত,আয়াত-৪১)।

রমজান মাস যেহেতু তাওবা কবুলের মাস তাই অধিক পরিমানে তাওবা করে আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হতে হবে।
পাপমুক্ত জীবন গঠনে মাহে রমজানে তাওবার গুরুত্ব অপরিসীম।
রমজানের প্রতি মুহুর্তে অগণিত বান্দাহকে ক্ষমা করে দেওয়া হয়।তাই রমজান মাসে তাওবা ইস্তেগফারের প্রতি গুরুত্ব দিতে হবে।
বান্দাহ যতো ই গুনাহ করুকনা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন।
রাসুল(সা:)বলেন,বান্দাহ যখন তাওবা করে আল্লাহতায়ালা তার উপর খুশি হন।
অতএব আসুন,মাহে রমজানে আমরা অধিকতর তাওবা ইস্তেগফার করে নিজেদের গুনাহ মাফ করিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে মনোনিবেশ করি।

মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাক্ষণবাড়ীয়া জেলা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়