পুজিবাদদের হাতে আজ পরাজিত মানবতা
----------------------------------------------------------------------------------------------- মুফতী মোহাম্মদ এনামুল হাসান বিশ্ব আজ স্তব্ধ করোনা পরিস্থিতিতে,থমকে গেছে মানুষের জীবনযাত্রা।করোনার আঘাতে ক্ষতবিক্ষত আজ গোটা বিশ্ব।আজ বিশ্বের ক্ষমতাধর শক্তি গুলো ও সম্পূর্ণভাবে ব্যার্থ। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান আজ তাদের নিজ রাষ্ট্রের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তো পারেইনি বরং করোনা এসে দেখিয়ে দিলো যে বিশ্বের সবকটি রাষ্ট্রের ই স্বাস্থ্যসেবা কতটা ভঙ্গুর। করোনা পরিস্থিতিতে বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে পড়েছে, (এক)মানবতাবাদী, যারা মানুষের অন্তত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের পক্ষে। (দুই) পুজি বাদী, যারা নিজেদের অর্থ রক্ষা ও বৃদ্ধি করতে প্রয়োজনে মানুষদের লাশ চাচ্ছেন। তবে মানবতাবাদীরা মুষ্টিমেয় হলেও পুজিবাদদের হাতে জিম্মি হয়ে পড়েছে গোটা বিশ্বের স্বাস্থ্যসেবা। পুজিবাদদের হাতে আজ পরাজিত মানবতার। করোনা পরিস্থিতিতে পুজিবাদদের সিণ্ডিকেট আরও শক্তিশালী হয়েছে। আজ করোনায় আক্রান্তদের জন্য নেই পর্যাপ্ত পরিক্ষার ব্যবস্থা, পরিক্ষা হলেও ফালাফল আসতে ও লেগে যাচ্ছে ২দিন থেকে ২০দিন। পর্যাপ্ত ওষুধ, নেই ভেন্টিলেট...