মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি
---------------------------------------------------------------------------------------------------------------- লেখক : মুফতী মোহাম্মদ এনামুল হাসান ----------------------------------------------- ★ পরিচিতি নাম : হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী,পিতা আল্লামা মুফতী ফজলুল হক আমিনী(রহঃ), দাদা মরহুম ওয়েজ উদ্দিন,নানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর(রহঃ)। জন্ম১০/১২/১৯৮০ইং। ★ শিক্ষাগত যোগ্যতা : পবিত্র কোরআনে হাফেজ হয়ে ২০০৮ সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) কমপ্লিট করেন। ★ কর্মজীবন হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী বর্তমানে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার মজলিশে শু'রা (পরিচালনা কমিটি)-র অন্যতম সদস্য ও জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটরা মাদ্রাসার মুতাওয়াল্লী ও ভাইস প্রিন্সিপাল এবং পরবর্তীতে সদরে মুহতামীম সহ ব্রাক্ষণবাড়ীয়া কাজীপাড়ায় পিতা মুফতী ফজলুল হক আমিনী (রহঃ) প্রতিষ্ঠিত জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ★ রাজনৈতিক জীবন রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন