ঠুনকো কাজে সস্তা প্রচার
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
একবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-ব্রাহ্মণবাড়ীয়া) নির্বাচনি এলাকার এক সংসদসদস্য আল্লামা মুফতী ফজলুল হক আমিনী( রহঃ) কে নিয়ে কটুক্তি মূলক এক বক্তব্য দিয়েছিলেন। এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া, সরাইলের মানুষ বিহ্মোভে ফেটে পড়ে। বিভিন্ন ভাবে প্রতিবাদ ও অব্যাহত থাকে।
এর কিছুদিন পর সরাইলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়,এতে আল্লামা শাহ আহমদ শফী ও মুফতী ফজলুল হক আমিনী (রহঃ)উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ের নেতাকর্মী সেদিন ঐ এমপির বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়েছিলেন।
মুফতী আমিনী (রহঃ) যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন সবাই ভাবছিলেন হুজুর ঐ এমপির বিরুদ্ধে বক্তব্য দিবেন। কিন্তু হুজুর তার বিরুদ্ধে কিছু না বলে যখন শেষ করে দিচ্ছিলেন তখন পিছন থেকে স্বরণ করিয়ে দেওয়া হলে
" হুজুর বললেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে,আমি নাকি তারে হুমকি দিচ্ছি, আর কাম নাই নিজের দাম বাড়ানোর জন্যে বলছে আমিনী সাব তোমারে হুমকি দিছে,তোমার মতো পুটিমাছরে আমি হুমকি দিমু?আমি তো তুমার নামটাও মুখে উচ্চারণ করিনা,আমিতো হুমকি দিমু হাসিনারে খালেদারে, উবামারে "।
* বড়দের বিষয়ে যারা এমন করে বুঝতে হবে তাদের উদ্দেশ্য বড়দের কিছু বলে নিজেদের সস্তা প্রচার করে যাচ্ছে।
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাহ্মণবাড়িয়া জেলা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন