ছবি আপলোডে সতর্কতা অবলম্বন করতে হবে
কওমী মাদ্রাসার ক্লাস চলাকালীন ছবি আপলোডে সতর্কতা অবলম্বন করতে হবে
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
.........................................................................................................................
স্বাস্থ্যবিধি মানা সহ ৬টি শর্তে সারাদেশের কওমী মাদ্রাসার সকল বিভাগে ক্লাস চালু করা ও পরিক্ষার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার।
অতএব, মাদ্রাসার আভ্যন্তরীণ কোনো অনুষ্ঠান যেমন, ক্লাস চলাকালীন, সবক অনুষ্ঠান কিংবা দোয়া মাহফিলের কোনো ছবি ফেসবুকে আপলোড না করার জন্য কওমী ঘরানার তালিবুলইলমদের প্রতি অনুরোধ রইলো।
যদি আপলোড করতেই হয় তাহলে যেনো সেই ছবিতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানা সহ মাস্ক ব্যবহারের চিত্র ফুটে উঠে।
কারণ, এ বিষয়ে আমার, আপনার মতো অতিউৎসাহী মানুষদের আপলোড করা একটা ছবিই হতে পারে ভিন্নকিছু।
যেহেতু এখনো স্কুল কলেজ সহ অপরাপর শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে, তাই কওমী বিরোধীরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা তদবির করবে মাদ্রাসা গুলো খুলে দেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে।
তাই এ-ই বিষয়ে বিশেষকরে কওমী মাদ্রাসার তালিবুলইলদের মধ্যে যারা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে।
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাহ্মণবাড়িয়া জেলা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন