ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলার উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

হামলা মামলা ভয় ভীতি উপেক্ষা করেই ঈমানী আন্দোলন চালিয়ে যেতে হবে
      


         








আজ বুধবার সকাল ১১ ঘটিকায় ফরিদপুরের সালথায় নিজামুল উলূম মাদরাসা প্রাঙ্গণে ফরিদপুর জেলা ইসলামী ঐক্যজোটের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মুফতী ফয়জুল্লাহ।

মুফতী ফয়জুল্লাহ বলেছেন,সকল হামলা মামলা ভয় ভীতি উপেক্ষা করে ঈমানী আন্দোলন চালিয়ে যেতে হবে,কোন পরাশক্তির কাছে মাথা নত করা যাবেনা।
তিনি আরো বলেন,আকিদা ও ইসলামের আদর্শিক সীমারেখার ক্ষেত্রে উলামায়ে কেরামকে হতে হবে সদা অবিচল,দৃঢ়তার এক বিশ্বস্ত রাহবার । উলামায়ে কেরামকে মুসলমানদেরজীবনপদ্ধতি ,রাস্ট্রপরিস্থিতি ,পারিপার্শ্বিক পরিবর্তন ও চাহিদা সম্পর্কে জানতে হবে। জনবিচ্ছিন্ন কাল্পনিল জগতের বাসিন্দাদের অবস্থা উলামায়েকেরামের জন্য নয়। উলামা সব সময় শত্রু শক্তির মুখোমুখি -সীমান্ত প্রহরীর মত। তাদের গাফলতি ও আলসেমী কিংবা অবহেলার সুযোগ নেই।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী শত সংস্কৃতির বিপ্লব চলছে।সভ্যতা বিধ্বংসী আন্দোলন চলছে। ইসলামী বিশ্বাস ও দ্বীনি মূল চিন্তার উপর আঘাত আসছে। দেশ ডুবছে, দেশজুড়ে ইসলাম মুসলমান, উলামা মাশায়েখের বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন অভিযোগের তুফান বইছে ,এক ভয়ংকর অবস্থা সৃষ্টি করা হয়েছে। এমতবস্থায় উলামায়েকেরাম যদি স্বীয় জাতিকে তাদের জীবন সম্পর্কে সচেতন না করেন ,জাতিকে তাদের আত্ব পরিচয় ও কর্তব্য সম্পর্কে সজাগ না করেন, আদর্শ উপমাময় নাগরিক জীবন পদ্ধতি শিক্ষা না দেন এবং নিজেদেরকে জাতীয় নেতৃত্বের জন্য প্রস্তুত না করেন এবং নিজেদেরকে দেশ জাতি ও বাস্তবমুখী বুদ্ধিদীপ্ত করে প্রস্তুত না করেন তবে অন্ধকার নেমে আসবে।

উলামায়ে কেরামকে সাধারণ মুসলমানের জীবন ও ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতে হবে।আদর্শ নিষ্ঠাবান নাগরিক তৈরীর চেষ্টা করতে হবে। দেশকে ভয়াল ভ্রান্তি ও ধ্বংসের হাত থেকে বাচাতে হবে।

মুফতী ফয়জুল্লাহ বলেন, স্বদেশী জীবন সভ্যতা , সমকালীন আন্দোলন ও রাজনীতি , দেশের আইন ও নিয়মনীতি , রীতিনীতি সম্পর্কে জানতে হবে,না হয় অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে যাবে। আসুন আল্লাহর সন্তুষ্টির লক্ষে সত্যের পতাকবাহী আল্লাহর বাহিনী হয়ে যাই।

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহ সভাপতি ও ফরিদপুর জেলা ইসলামী ঐক্যজোটের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট মুরব্বী আল্লামা জহুরুল হক সাহেবের সভাপতিত্বে উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন,জেলা সভাপতি মাওঃ লিয়াকত হোসাইন, মাওঃ মুস্তাফিজুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাওলানা আবুল হাসানাত আমিনীর সংক্ষিপ্ত পরিচিতি

আল্লামা সিরাজী(রহঃ)র' দোয়া মাহফিলে মাওলানা আবুল হাসানাত আমিনী

এশকে রাসুল ও আশেকে রাসুলের পরিচয়