পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দোয়া কবুলের মাস মাহে রমজান

ছবি
----------------------- --------------------------------------- মুফতী মোহাম্মদ এনামুল হাসান দোয়া’ শব্দের অর্থ প্রার্থনা করা, আহ্বান করা,কোনো কিছু পাওয়ার জন্য আকুতি-মিনতি করা প্রভৃতি। দোয়া হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের অন্যতম প্রধান মাধ্যম। মাহে রমজানে আল্লাহর কাছে পাপমুক্তির জন্য এমনভাবে দোয়া করতে হবে যেন নিজেদের মন ও হৃদয় পরস্পরের প্রতিসহানুভূতিশীল হয়। সর্বোপরি মুসলমানেরা যেন সুস্থ থেকে পবিত্র রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য সব সময় আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে যে, ‘হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি পছন্দও করো, অতএব আমাকে ক্ষমা করো।’ দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করতে পারে ও তাঁর উষ্ণ পরশে ধন্য হতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সিজদায় বান্দা তার প্রভুর অধিক নিকটবর্তী হয়ে থাকে, তাই তোমরা অধিক দোয়া করো। (মুসলিম) ‘আল্লাহর কাছে দোয়া অপেক্ষা উচ্চ মর্যাদাসম্পন্ন কোনো বস্তু নেই।’ তিনি আরও বলেছেন, ‘দোয়া হচ্ছে ইবাদতের মগজ।’ (তিরমিজি)। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে পাপমুক্তির জন্য দোয়া কীভাবে করতে হবে, এর পদ্ধতি বর্ণন...

মাহে রমজানে অধিক হারে দুরুদ শরীফ পড়ুন।

-------------------------------------------- মুফতী মোহাম্মদ এনামুল হাসান এবাদত সমূহের মধ্যে দুরুদ শরিফ পাঠ করা অন্যতম এক গুরুত্বপূর্ণ এবাদত। রাসুল (সা:)এর উপর দুরুদ পাঠের ফযিলতের শেষ নেই। রাসুল(সা:)এর উপর দুরুদ পাঠের গুরুত্ব ও মর্যাদা এতো বেশি যে, আল্লাহতায়ালা নিজে ই পবিত্র আল কোরআনে ঘোষণা করে বলেছেন, অবশ্য আল্লাহতায়ালা নবীর উপর রহমত প্রেরণ করেন ও তার ফেরেশতাগণ ও নবীর উপর দুরুদ পড়েন। হে ঈমানদারগণ! তোমরা তার উপর দুরুদ পড় এবং তার প্রতি সালাম পাঠাও(সুরায়ে আহযাব,আয়াত ৫৬)। হাদিস শরিফে দুরুদ শরীফ পাঠের অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা:)হতে বর্ণীত, তিনি রাসুল (সা:)কে বলতে শুনেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে, এর বিনিময়ে আল্লাহপাক তার উপর দশবার রহমত নাজিল করেন,(মুসলিম শরিফ)। এক হাদিসে উল্লেখ আছে যে, মানুষের কে কখন কোথায় দুরুদ পড়ছে কেবলমাত্র তার সন্ধানে আল্লাহপাকের একদল ফেরেশতা পৃথিবীতে ভ্রমণরত রয়েছে। তারা ঐ দুরুদ হুজুরে পাক (সা:)এর নিকট পৌঁছে দেন এবং হুজুর (সা:)তখন ই সেই দুরুদ সালাম প্রেরকের প্রতি মনোনিবেশ করেন এবং তার সালামের জবাব দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ(...

মাহে রমজানের ফজিলত

ছবি
------------------------------------------------------------- মুফতী মোহাম্মদ এনামুল হাসান      রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে মুসলিম মিল্লাতের মাঝে চলছে পবিত্র মাহে রমজানুল মোবারকের প্রথম দশক। বিশ্বের সকল মুসলমান পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাহ হওয়ার এক মহা সুবর্ণময় সুযোগ। রমজানের রোজা ফরজ হওয়া প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন, হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। যাতে তোমরা মুত্তাকি হতে পার। [সুরা বাকারা : ১৮৫]। অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, রমজান সে মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে, যা আদ্যোপান্ত হিদায়াত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে সে যেন এ সময় অবশ্যই রোজা রাখে। [সুরা বাকারা : ১৮৫]। হাদিসে কুদসীতে এসেছে, আল্লাহ তা‘আলা বলেন, রোজা একমাত্র আমার জন্য এবং আমি স্বয়ং এর প্রতিদান দেব। [সহিহ বুখারি]। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে যে একটি নফল আদায় করলো ...

মাহে রমজানের ৪ (চার)টি আমল

ছবি
----------------------------------------- মুফতী মোহাম্মদ এনামুল হাসান রমজান মাসের গুরুত্ব কতো বেশি তা অনুধাবন করা অসম্ভব। রমজান মাস আসার দুইমাস আগ থেকে ই রাসুল (সা:)রমজান মাস প্রাপ্তির দোয়া করতেন।তিনি বলতেন " হে আল্লাহ! আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান কর এবং রমজান মাস পর্যন্ত আমাদের পৌছিয়ে দাও। এই বরকতময় মাসে একটি নফল এবাদত করিলে অন্যমাসের একটি ফরজ এবাদতের সমতুল্য হয়ে যায়।এই মাসে একটি ফরজ আদায় করিলে অন্যমাসের সত্তরটি ফরজ আদায়ের সমতুল্য হয়ে যায়। রমজান মাস সবরের মাস। আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত। যে ব্যক্তি কোন রোজাদারকে পানি পান করাবে আল্লাহতায়ালা কিয়ামতের দিন তাকে রাসুল (সা:)এর হাত মোবারকের দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবে যা সে জান্নাতে যাওয়া অবধি পিপাসিত হবেনা। রমজান মাসে চারটি কাজ অত্যন্ত একনিষ্ঠতার সাথে করা উচিৎ (১)কালিমায়ে তাইয়্যেবাহ বেশি বেশি পড়া। (২)অধিকতর ইস্তেগফার করা (৩) আল্লার কাছে জান্নাত কামনা করা (৪) জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা। রমজান মাসে যতরকমের এবাদত আছে যেমন রোজা রাখা,তারাবীহ পড়া,কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ আদায় করা,সাহরী ইফতার, যিকির আযকার...

রোজার নিয়ত করা অত্যাবশ্যক

ছবি
------------------------------------------ মুফতী মোহাম্মদ এনামুল হাসান হাদিস শরিফে এরশাদ হয়েছে প্রত্যেক (আমল)এবাদতের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল(বুখারী শরিফ)। নিয়তের আভিধানিক অর্থ হচ্ছে কোন বিষয়ে মনে দৃঢ় সংকল্প করা। রোজা যেহেতু গুরুত্বপূর্ণ এক এবাদত তাই ফরজ রোজার ও নিয়ত করা অত্যাবশ্যক। নিয়ত ব্যতীত রোজা হবেনা। উম্মাহাতুল মু'মিনিন হজরত হাফসা (রা:)বলেছেন, নবী করীম(সা:)এরশাদ করেছেন যে, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবেনা তার রোজা পরিপূর্ণ হবেনা।(আবু দাউদ শরিফ)। উক্ত হাদিস পর্যালোচনা করে ই ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা এই মর্মে সিদ্ধান্ত দিয়েছেন যে দ্বী-প্রহরের আগেই রোজার নিয়ত করে নিতে হবে। প্রতি রোজার জন্য পৃথক পৃথক নিয়ত করতে হবে।একদিন নিয়ত করে পুরো রমজান মাসের রোজা রাখা যতেষ্ট হবেনা। নিয়ত মনে মনে করে নিলে ই হয়ে যাবে।রোজার নিয়ত মনেমনে এইভাবে করে নিবে যে, হে আল্লাহ, তুমার সন্তুষ্টি অর্জনের জন্য আগামীকালের ফরজ রোজা রাখার নিয়ত করেছি। অতএব তুমি আমার পক্ষ থেকে তা কবুল কর।নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। রোজা সহীহ শুদ্ধ হবার জন্য নিয়ত আবশ্যক যেহেতু কোন আমল ই নিয়ত ব্যতীত গ্রহণযোগ্য ...

২৪ ঘন্টার মধ্যে সময় টিভিকে ক্ষমা চাইতে হবে

ইউটিউবে কল্পিত ফোনালাপ প্রকাশের তীব্র নিন্দা ------------------------------------------------ ২৪ ঘন্টার মধ্যে সময় টিভিকে ক্ষমা চাইতে হবে নয় তো কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে --------------মাওলানা আবুল হাসানাত আমিনী   ব্রাহ্মণবাড়িয়ায় আল্লামা যুবায়ের আহমদ আনসারীর জানাজার জমায়েতকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে সময় টিভি কর্তৃক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে কল্পিত ও মিথ্যা অডিও ফোনালাপ প্রকাশের তীব্র নিন্দা এবং সময় টিভির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন আল্লামা মুফতী ফজলুল হক আমিনীর ছেলে, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।  আজ মঙ্গলবার সকালে মাওলানা আনছারুল হক ইমরান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অডিও ফোনালাপটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, জঘণ্য ও  উদ্দেশ্যপ্রণোদিত। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কণ্ঠস্বর ও কথা বলার ধরনের সাথে যারা পরিচিত, কয়েক সেকেন্ডে শুনলেই তারা বুঝে যাবেন যে, অডিওর কণ্ঠস্বরটি তাঁর নয়। অপরপক্ষেও যিনি কথা বলছেন, সেটাও আসল কণ্ঠ নয়। আসলে পুরো প্রক্রিয়াটাই সময় টিভির জঘণ্য মিথ্যাচার। এই মিথ্যাচার...

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে অন্তরে আল্লাহর ভয় থাকা অত্যাবশ্যক

ছবি
............................................. মুফতী মোহাম্মদ এনামুল হাসান ---------------------------------------------- বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর ওফাতের পর আমিরুল মুমিনীন ( রাষ্ট্রপ্রধান) নির্বাচিত হন হজরত আবুবকর ( রা:)। আমিরুল মুমিনীনের দায়িত্ব গ্রহণ করার পর একবার তার স্ত্রী উম্মে রুমান( রা:) স্বামী আবুবকর ( রা:) এর নিকট মিষ্টান্ন খেতে আবদার করেন। রাষ্ট্রপ্রধান আবুবকর ( রা:) বললেন, আমার নিকটতো এতো পয়সা নেই যা দ্বারা আমি মিষ্টান্ন ক্রয় করে তোমাকে খাওয়াতে পারি। স্ত্রী বললেন, দৈনিক খরচ থেকে যদি আমরা কিছু বাঁচাতে পারি তাহলে কিছু মিষ্টান্ন খেতে পারি। কিছুদিন পর দৈনিক খরচ থেকে বাঁচিয়ে অল্পকিছু পয়সা স্বামী আবুবকর ( রা:) এর হাতে দিলেন মিষ্টান্ন আনতে। তা দেখে রাষ্ট্রপ্রধান স্বামী আবুবকর ( রা:) বললেন, যেহেতু তুমি দৈনিক খরচ থেকে বাঁচিয়ে এই পয়সা দিয়েছো তাহলে বুঝা গেল যে, আমি বাইতুল মাল( রাষ্ট্রীয় কোষাগার) থেকে নিজ প্রয়োজনের চেয়ে ও বেশী ভাতা পেয়ে থাকি। আরো বুঝতে পারলাম যে এ পরিমাণ পয়সা ছাড়া ও আমার সংসার চলতে পারে। তারপর তিনি এই পয়সা গুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন। এবং পরকালে আল্লাহ রা...

মাহে রমজানের প্রস্তুতিতে শাবান মাসের ভূমিকা।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ মুফতী মোহাম্মদ এনামুল হাসান। রহমত,মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আসছে পবিত্র মাহে রমজানুল মোবারক।রমজান মাসের আমল ও এবাদতের গুরুত্ব অপরিসীম। তবে যে মাসের সমাপ্তীতে এই মহিমান্বিত মাসের আগমন সেই শা'বান মাসের ও রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত। শা'বান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করে রাসুল (সাঃ) বিশেষ দোয়া করতেন এবং সাহাবীদেরকে ও শিক্ষা দিতেন। রাসুল(সাঃ) এই বলে দোয়া করতেন যে হে আল্লাহ রজব ও শা'বান মাসে আমাদের বিশেষ বরকত দান কর এবং রমজান পর্যন্ত আমাদের পৌছে দাও। রমজান মাসের প্রস্তুতীর লক্ষ্যে শা'বান মাসকে বিশেষ গুরত্ব দিতেন। হজরত আয়েশা (রাঃ) বর্ননা করেন যে, রাসুল(সাঃ) শা'বান মাসের চাঁদের কথা এতো গুরুত্বের সাথে স্বরণ করতেন যা অন্য মাসের বেলায় হতোনা।মাহে রমজানের মর্যাদা রক্ষায় এবং এর হক্ব আদায়ের অনুশীলনের জন্য রাসুল (সাঃ) শা'বান মাসে অধিক হারে রোজা রাখতেন। শা'বান মাসের বৈশিষ্টের অন্যতম হ...

সুষম বণ্টন প্রক্রিয়া নিশ্চিত করতে ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্ব ইমামদের দেওয়া হোক

ছবি
ত্রাণসামগ্রী বিতরণে বর্তমানে যে অনিয়ম ও দূর্নীতি হচ্ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে রাষ্ট্রে ও সমাজের এক মহা দূর্যোগ অপেক্ষা করছে।এই দূর্যোগ ঠেকাতে প্রয়োজন সমাজের আমানতদার ও খোদা ভীরু লোকদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রাখা।  করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ইনসাফভিত্তিক সুষম বণ্টন পক্রিয়া নিশ্চিত করতে এর দায়িত্ব প্রত্যেক এলাকার জামে মসজিদের ইমাম ও খতিবদের উপর ন্যস্ত করা উচিত।  কারণ প্রত্যেক এলাকার মানুষদের সাথে ইমাম সাহেবের যে সম্পর্ক তা অন্য কারো ক্ষেত্রে নাই। ইমাম সাহেবের কাছে এলাকার কোনমানুষ অসহায় তার সঠিক চিত্র রয়েছে। এবং এই দায়িত্ব তাদের কাছে অর্পণ করা হলে অন্তত সুষম বণ্টন প্রক্রিয়া নিশ্চিত করা হবে।

মুক্তির রজনী পবিত্র শবেবরাত

ছবি
............................................ মুফতী মোহাম্মদ এনামুল হাসান         শবেবরাত বরকতময় মহিমান্বিত রজনী। শবেবরাত শব্দটি ফার্সী শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। শবেবরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী। পবিত্র রমজান মাসের পূর্বের মাস শাবান মাসে শবেবরাত হওয়ায় মুসলিম মিল্লাতের নিকট এর গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। মূলত, আগামী রমজান মাসের প্রস্তুতি নেওয়ার এক বিশেষ প্রশিক্ষণের ভূমিকা হলো শাবান মাস, পবিত্র শবেবরাত।             এই রাত এবাদতবন্দেগীতে অতিবাহিত করার রাত। গোনাহ মাফ করিয়ে নেওয়ার রাত। আল্লাহর দরবারে তাওবাএস্তেগফার ও কান্নাকাটি করার রাত। হজরত রাসুলুল্লাহ (সাঃ) এরশাদ করে বলেন, শবেবরাত হলো ' লাইলাতুন নিসফ মিন শাবান '।অর্থাৎ শাবান মাসের ১৫ তম রজনী।  বিখ্যাত সাহাবী হজরত মুয়াজ ইবনে জাবাল (রাঃ) হতে বর্ণীত হাদিসে প্রিয়নবী হজরত রাসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন,  শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আল্লাহতায়ালা সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন। মুশরিক, হিংসুক জাতীয় লোক ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। (সুনানে ইবনে মাজাহ)। করণীয়-...

সরকারকে আরও কঠিন পদক্ষেপ নিতে হবে

ছবি
খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। জনগণকে রক্ষায় সরকার কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তারপরও কিছু মানুষকে রাস্তাঘাটে আড্ডা দিতে ও অযথা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এভাবে অনিয়ম চলতে থাকলে সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। তিনি বলেন, প্রাণঘাতী মহামারী কভিড-১৯ ভাইরাসের প্রতিরোধ ও প্রতিকারে পুরো বিশ্ব যখন চিন্তিত ও পেরেশান, আমাদের এই অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে যা কাম্য নয়। আমরা মনে করি, করোনা রোধে প্রয়োজনে সরকারকে আরও কঠিন পদক্ষেপ নিতে হবে। মাওলানা হাসানাত আমিনী বলেন, করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কেবল ভাইরাসই নয়। বরং এটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অন্যায়, অত্যাচার ও সীমাহীন নিপীড়নের ফসলও বটে। তাই আমাদেরকে দানবিক চরিত্রের ইতি ঘটিয়ে মানবিক হতে হবে। এই কঠিন সময়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামাজিক দূরত্ব রাখতে হবে। তিনি দেশের সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা করোনায় অস্থির, দুশ্চিন্তাগ্রস্ত ও ভয় না পেয়ে নিয়মিত স্বাস্থ্য বিধি মেন...

ইসলামীঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি
ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলার পক্ষ থেকে অসহায় নিন্ম আয়েরপরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।  ------------------------------------------------------------------------------------------------------------------------------ ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার পক্ষ থেকে আজ শনিবার অসহায় নিন্ম আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে আজ ব্রাক্ষণবাড়ীয়ায় অসহায় নিন্ম আয়ের ১২০ পরিবারের মাঝে  হিসেবে চাউল, ডাউল,পেয়াজ,লবণ তৈল খাদ্যসামগ্রী হিসেবে  বিতরণ করা হয়।  এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ঐক্যজোটের অন্যতম উপদেষ্টা মাওলানা আলী আযম, জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী, যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইয়াকুবি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ কাওসার মোল্লা, কাজী জাকির হোসেন, অর্থ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আল আমিন শাহীন মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল ভূইয়া, সদর উপজেলা ইসলামী ঐক্যজোট সহ সভাপতি মাওলান...

মুসলমানদের সেবাযত্ন ও খেদমতে হজ্ব ও তাওয়াফ থেকে অধিক সওয়াব হাসিল হয়

ছবি
মুফতী মোহাম্মদ এনামুল হাসান ---------------------------------------------------------------------------------------------------- ঐতিহ্যবাহী দারুলউলুম দেওবন্দ মাদ্রাসার চতুর্থ মুহতামিম হজরত মাওলানা হাফেজ আহমদ (রহঃ)যে বছর হজ্বে গিয়েছিলেন সে-বছরই মক্কা নগরীতে কলেরা দেখা দিয়েছিল। অসংখ্য হাজ্বী সে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার সফরসঙ্গী প্রায় সকলেই সে রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। আর তিনি তাদের সেবায় নিয়োজিত ছিলেন। কাউকে ওষুধ পান করানো, কারো খাবার তৈরি করা, কারো লোটায় পানি ভরে দেওয়া ই ছিল মাওলানা হাফেজ আহমদ (রহঃ) এর কাজ। উক্ত কাজগুলো করার কারণে তিনি তাওয়াফ করতে পারতেন না,হেরেম শরীফে ও উপস্থিত হতে পারতেন না। এ-ই পরিস্থিতিতে তিনি তার শায়খ হাজ্বী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহঃ)এর কাছে নিজের অবস্থা বর্ননা করে বলেন, হজরত আমার তো এখানে আসা না আসা সমান ই হলো, না তাওয়াফ করতে পারি, না মদিনায় যেতে পারি। এখানে আমার হয়তো কারো ওষুধের ব্যবস্থা করতে হয়,না হয় কারো খাবারের ব্যবস্থা করতে হয়। হাজ্বী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহঃ) হাফেজ মাওলানা আহমদ (রহঃ) এর আঙ্গুলে চাপ চাপ দিয়ে বললেন, বেটা!তুমি ...

ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহঃ)

ছবি
৫৩ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে    ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহঃ) মুফতী মোহাম্মদ এনামুল হাসান আলেম-উলামাগণ হলেন নবীগণদের ওয়ারিশ বা প্রতিনিধি। সে ধারাবাহিতায় আলেম-উলামাগণ যুগে যুগে মানবজাতির কাছে ইসলামের সুমহান আদর্শ ও সঠিক মর্মবাণী প্রচার-প্রসারে দায়িত্ব পালন করে আসছে। পথহারা মানবজাতিকে আলোর পথে ফিরিয়ে আনতে দিয়েছেন সঠিক দিকনির্দেশনা। বস্তুত আলেম উলামাদের সীমাহীন ত্যাগ তিতিক্ষার কারণেই মানবজাতি আজ ইসলামী আদর্শে আদর্শবান। আমাদের পাক-ভারত উপমহাদেশে ইসলাম প্রচার-প্রসারে যে সকল আলেম-উলামা অবিস্মরণীয় অবদান রেখেছেন তাদের মধ্যে ব্রাক্ষণবাড়ীয়ার কৃতী সন্তান আল্লামা তাজুল ইসলাম এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লামা তাজুল ইসলাম ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, শিক্ষাবিদ ও বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় আজাদী আন্দোলনের অন্যতম বীর সৈনিক। ইসলামী জ্ঞানের প্রতিটি ক্ষেত্রে ছিল তার পাণ্ডিত্য।  বাংলাদেশে ইসলামী আদর্শ কৃষ্টি-কালচার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তিনি যে উজ্জ্বলময় অবদান রেখে গেছেন তা সত্যিই এ দেশের ইসলামপ্রিয় জনতার জন্য অত্যন্ত গৌরব...

মুফতী ফয়জুল্লাহর আহবান

ছবি
দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান ----------------------------------------------------------------------- কর্মহীন দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়ান-মুফতী ফয়জুল্লাহ। করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। আজ পহেলা এপ্রিল বুধবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করতে পরিস্থিতি মোকাবিলায় সরকারীভাবে সারা দেশে ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান এই পরিস্থিতিতে মানুষের জীবন-জীবিকার ওপরও বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে দৈনন্দিন আয়ের মানুষের ওপর আঘাতটা বেশি। এসব কারণে ভিুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারসহ নিত্য আয়ের মানুষজন সবচেয়ে বেকায়দায় রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে খেদমতে খালক্বের অংশ হিসেবে যারা এসকল দরিদ্র জনগণের কষ্ট লাঘবের জন্য এগিয়ে এসেছেন, সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন, আমি তাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই সংকটকালীন মূহুর্তে আমি আ...

অসহায় মানুষদের মাঝে হাসানাত আমিনীর খাবার বিতরণ

ছবি
রাজধানীতে অসহায় গরীব, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের মাঝে আবুল হাসানাত আমিনীর খাবার বিতরণ করোনা ভাইরাস ইস্যুতে লকডাউন চলাকালে আজ রাজধানীতে অসহায় গরীব, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এ সময় তার সাথে ছিলেন বড়কাটারা মাদ্রাসার ইফতা বিভাগের প্রধান মুফতী আনিসুর রহমান, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, ইসলামী যুব খেলাফত নেতা মাওলানা মুশাহিদুর রহমান শাহীন, ছাত্রনেতা মুহাম্মদ আবু তাহের প্রমুখ।  মাওলানা হাসানাত আমিনী আজ দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত ঢাকার বুড়িগঙ্গা বেঁড়িবাধ, বাবুবাজার, নয়াবাজার, বংশাল, সাতরওজা, চকবাজার, উর্দ্দু রোড এলাকায় দুপুরের খাবার বিতরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিৎ সাধ্যমতো গরীব, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করে যাচ্ছি, যতদিন এই লকডাউন চলবে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচীও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

ইসলামীঐক্যজোটের খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত

ছবি
ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার পক্ষ থেকে নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণের সিদ্ধান্ত।  -------------------------------------------------------------------------------------------------------------------------- ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার উদ্দ্যেগে আজ সোমবার সকাল ১০ ঘটিকায় জোটের জেলা কার্যালয়ে জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস এ-র সভাপতিত্বে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে জেলা কমিটির অন্যতম উপদেষ্টা মাওলানা আলী আযম, জেলা সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী, যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কাউসার মোল্লা, হাজী ইয়াকুব আমিনী,কাজী জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইয়াকুবী,অর্থ সম্পাদক হাজী মোবারক হোসেন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আল আমিন শাহীন মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাঈল ভূইয়া,সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন...

করোনাভাইরাস ইস্যুতে হাসানাত আমিনীর ১০টি পরামর্শ

ছবি
করোনাভাইরাসের প্রাদূর্ভাবে চলমান পরিস্থিতিতে খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর আমীর, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর ১০টি পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। তিনি দেশের সর্বস্তরের মুসলমান ভাই-বোনের প্রতি এসব পরামর্শ ও নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন।  ১.করোনাভাইরাস ইস্যুতে দেশে চলমান লকডাউন পরিস্থিতিতে রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলুন।  ২.অযথা রাস্তা-ঘাটে ঘুরাঘুরি করবেন না। বাইরে যাওয়ার বেশি প্রয়োজন হলে দ্রুত কাজ সম্পাদন করে ঘরে ফিরে আসুন এবং ঘরেই অবস্থান করতে থাকুন।  ৩.পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিশেষ মুনাজাত করুন। কুরআন খতম ও তওবা ইসতেগফার করুন। সুন্নাত সম্মত দোয়ার আমল করুন। ৪.আপনার পাড়া-মহল্লায় দিনমজুর ও সমাজের নিম্নবিত্তের মানুষের খোঁজ-খবর নিন। চাল, ডাল, তেল, আলুসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিন। একের অধিক সম্ভব না হলে কমপক্ষে একটি পরিবারের বাজারের দায়িত্ব হলেও আপনি নিয়ে নিন। ৫.গুজব, কানকথা, ভিত্তিহীন ও তথ্যহীন আলোচনা থেকে বিরত থাকুন। আপনি অতি বৃদ্ধ, বিদেশ ফেরত কিংবা অসুস্থ ব্যক্তি হলে মসজিদে না এসে নিজ ঘরে নামাজ আদায় করুন।  ৬.ভি...